Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গারো পাহার
স্থান
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সিমান্তবর্তী অঞ্চল।
কিভাবে যাওয়া যায়
শেরপুর জেলার খোয়ারপাড় হতে সিএনজি, বাস অখবা নিজস্ব বাহনে ঝিনাইগাতী বাজারে এসে সিএনজি বা নিজস্ব বাহনে যাওয়া যায় গারো পাহারে।
বিস্তারিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাটি সিমান্তবর্তী হওয়ায় বাংলাদেশ ভারত সিমান্ত জুরে রয়েছে গারো পাহার। প্রাকৃতিক ভাবে গড়ে উঠা এই গারো পাহার উচু উচু টিলা আর সারি সারি শাল গজারী, রোপনকৃত আকাশমনি, একাশি, গামার, বেলজিয়াম, ইউক্লিপটাস, অর্জন, নানারকম বেত বৃক্ষ আরও আছে নাম নাজানা বাহারী ফুলের সামাহার। পাহারের টিলা থেকে দুরে তাকালে চোখে পড়বে সবুজ আর সুবুজ ধূধূ নিলিমা। বাহারী ফুলের মন মাতানো গন্ধে ব্যকুল হয়ে যায় মন। নিজ চোখে না দেথলে এই সুন্দয়্য বুজা যাবে না।