বাংলাদেশের উত্তর সীমান্তে গারো পাহাড়ের পাদদেশে অরণ্য বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এক পুরাতন জনপদের নাম ঝিনাইগাতী। উপজেলাটি ১৯৮৩ সালে শেরপুর জেলার একটি উপজেলা হিসাবে উন্নিত হয়। ভারতের মেঘালয় রাজ্যের কূলঘেষে প্রাকৃতিক সৌন্দর্য্যরে নীলাভূমি উপজেলাটি 07 টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার উত্তরে গারো পাহাড় পরিবেশিষ্ট পাহাড়ি এ উপজেলার আয়তন 281 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান এ উপজেলায় মুসলিম, হিন্দু, গারো, কোচ, হাজংসহ অন্যান্য নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ভ্রাতৃত্বপূর্ণ সহঅবস্থানে সমাজ ব্যবস্থা বিদ্যামান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS