কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ এ ১০:৫৮ AM
গারো পাহার
কন্টেন্ট: পর্যটন স্পট
<p>শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাটি সিমান্তবর্তী হওয়ায় বাংলাদেশ ভারত সিমান্ত জুরে রয়েছে গারো পাহার। প্রাকৃতিক ভাবে গড়ে উঠা এই গারো পাহার উচু উচু টিলা আর সারি সারি শাল গজারী, রোপনকৃত আকাশমনি, একাশি, গামার, বেলজিয়াম, ইউক্লিপটাস, অর্জন, নানারকম বেত বৃক্ষ আরও আছে নাম নাজানা বাহারী ফুলের সামাহার। পাহারের টিলা থেকে দুরে তাকালে চোখে পড়বে সবুজ আর সুবুজ ধূধূ নিলিমা। বাহারী ফুলের মন মাতানো গন্ধে ব্যকুল হয়ে যায় মন। নিজ চোখে না দেথলে এই সুন্দয়্য বুজা যাবে না।</p>